বনানীতে বাসচাপার ঘটনায় বাসচালক কারাগারে






বাসচাপায় পা হারানো রোজিনা আক্তাররাজধানীর বনানীতে বিআরটিসি বাসচাপায় রোজিনা আক্তারের পা হারানোর ঘটনায় ওই বাসের চালক শফিকুল ইসলাম মুন্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাজহারুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
রকিবুল ইসলাম জানান, এদিন দুপুরে বনানী থানার মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাসচালক শফিকুল ইসলাম মুন্নাকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। তিনি বলেন, ‘আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। তার নাম ঠিকানা যাচাইবাছাই করা হয়নি।’ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ওই তদন্ত কর্মকর্তা।
গত শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে বিআরটিসির বাস (ঢাকা মেট্রো ব ১১-৫৭৩৩) রোজিনাকে ধাক্কা দেয়। তিনি পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায়। আর এতে রোজিনার পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
রোজিনা আক্তার জি-টিভির এডিটর-ইন-চিফ সৈয়দ ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করেন। ওই ঘটনায় গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেন।