রামপুরায় আশিয়ানা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

31491415_1532864403489580_1489667895758684160_nরাজধানীর রামপুরায় ওয়াপদা রোড এলাকার এমএল টাওয়ারের আশিয়ানা গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সেখানে। রবিবার (২৯ এপ্রিল) দুপুরে এই অগ্নিকাণ্ড হয়। 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন সাংবাদিকদের বলেছেন, ‘রবিবার দুপুর ১টা ৪৭ মিনিটে ফেব্রিক্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপকরা কাজ করে বিকাল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কীভাবে আগুন লেগেছে তা আমরা নিশ্চিত হতে পারিনি।’
এর আগে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এমও এরশাদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, এমএল ভবনটি ১২ তলা। এর ষষ্ঠ তলায় আশিয়ানা গার্মেন্টে। সেখানে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

31648179_1532864410156246_9177937201328029696_n

ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুপুর ১টা ২৫ মিনিটে আগুনের খবর পাই। এরপর দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয় ঘটনাটি। আমরা এখানে আসার পর প্রচন্ড ধোয়া দেখেছি।’
এই স্বেচ্ছাসেবকের দাবি, আগুনের ঘটনায় ভবনের পাঁচ থেকে সাত তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরের ফ্লোরগুলোতে খুব বেশি ক্ষতি হয়নি।