গুলিস্তানে পুলিশের ধাক্কায় শরবত বিক্রেতার মৃত্যুর অভিযোগ





লাশরাজধানীর গুলিস্তানে পুলিশের ধাক্কায় ফুটপাতের শরবত বিক্রেতা মো. শাহজামালের (৬৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ইব্রাহিম। শনিবার (৫ মে) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এ অভিযোগ করেন তিনি।
মৃতের স্বজন ও ছেলে জানান, গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়াম ৩ নম্বর গেইটের সামনে শরবত বেচতেন ময়মনসিংহের শিকারিকান্দা গ্রামের শাহজামাল। শনিবার দুপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় পুলিশ শাহজামালের শরবতের গাড়ির একটি গ্লাস লাঠির আঘাতে ভেঙে ফেলেন এবং গাড়ি নিয়ে দ্রুত সড়ে যাওয়ার জন্য তাকে ধাক্কা দেন। পুলিশের ধাক্কায় শাহজামাল মাটিতে পড়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজামালের বড় ছেলে ইব্রাহিম বলেন, ‘পুলিশের ধাক্কায় আমার বাবা মাটিতে পড়ে যায়। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে মারা যান। আমার বাবা এমনিতে স্টোকের রোগী ছিলেন।’
শাহজামালকে ঢামেকে নিয়ে আসা জুম্মন বলেন, ‘পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে পুলিশ একটি ভ্যানে তুলে আমাকে মেডিক্যালে পাঠায়।’
শরিফ নামের প্রত্যক্ষদর্শী এক কিশোর বলে, ‘উচ্ছেদের সময় পুলিশ ওই শরবত ব্যবসায়ীকে তাড়াতাড়ি সেখান থেকে যাওয়ার জন্য লাঠি দিয়ে একটি গ্লাস ভেঙে দেয় এবং তাকে ধাক্কা দেয়। তখন লোকটা মাটিতে পড়ে যায়।’
শাহজামালের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম তহুরা বেগম।
এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেককে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।