ঢাকার যানজট নিয়ে গবেষণা করছে ডিআইইউ

 

-ঢাকা শহরের যানজটের কারণ, সমাধান ও সচেতনতার জন্য গবেষণা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ডিআইইউ)।শিক্ষক ও শিক্ষার্থীদের এ গবেষণার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. ইউসুফ এম ইসলাম। রবিবার (১৩ মে) শুক্রাবাদে ডিআইইউ ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে গবেষণার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এতে ডিআইইউর উপ-উপাচার্য অধ্যাপক এসএম মাহবুব উল হক মজুমদার বলেন, ‘দ্রুতগতির নগরায়ণ ও বিপুলসংখ্যক মানুষের প্রবাহ ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাকে অনিয়ন্ত্রিত অবস্থায় নিয়ে গেছে। শুধু আইন কিংবা সচেতনতা দিয়ে এর সমাধান হবে না, ঢাকামুখী মানুষের স্রোত না থামলে সমাধান মিলবে না।’

গবেষণা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, ‘শিক্ষার্থীদের একটি দল এ গবেষণায় যুক্ত। ১০টি প্রজেক্ট নিয়ে তারা কাজ করবে। শিক্ষার্থীদের অনুসন্ধান ছাড়াও সাধারণ মানুষের মতামতও গ্রহণ করা হবে। যে কেউ আমাদের ওয়েবসাইটে গিয়ে মত দিতে পারবেন।’

২০১৭ সালে গবেষণা কার্যক্রম শুরু হলেও কবে নাগাদ শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি আয়োজকরা।