সাম্প্রতিক সময়ের স্থানীয় সরকার নির্বাচনগুলো অংশগ্রহণমূলক: আবদুল আলীম

আবদুল আলীমসাম্প্রতিক সময়ের সবগুলো স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আবদুল আলীম।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘খুলনা টু গাজীপুর, কতদূর’ শীর্ষক বৈঠকিতে তিনি এ মন্তব্য করেন।

আবদুল আলীম বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন যতগুলো হয়েছে, সবগুলোই কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। কিন্তু জাতীয় নির্বাচন ২০১৪ সাল থেকে অংশগ্রহণমূলক হচ্ছে না।’

তিনি বলেন, ‘খুলনায় যারা প্রার্থী, তারা দলবল নিয়ে গেছেন। কিন্তু এটা নিষিদ্ধ। কিন্তু তারা অনেকেই তা করেছেন। এই যে প্রচারণা তা ছিল শান্তিপূর্ণ। কারণ, কোনও বড় ধরনের ভায়োলেশন হয়নি, বড় ধরনের কোনও মারামারি হয়নি, কেউ মারা যায়নি। ফলে নির্বাচন সে অর্থে সুষ্ঠুভাবেই হয়েছে।’

বৃহস্পতিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ বৈঠকি।