সিটিসেলকে অবিলম্বে ১২৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ

সিটিসেলমোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

এ বিষয়ে সিটিসেলের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসি’র পক্ষে ছিলেন কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব। অন্যদিকে, সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আহসানুল করিম।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ৩ নভেম্বর প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে বাংলাদেশে সবচেয়ে পুরনো মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ  দেন আপিল বিভাগ। ১৯ নভেম্বরের মধ্যে এই ১০০ কোটি পরিশোধ করতে বলা হয়।

এরপর গত ৫ মার্চ বকেয়া পরিশোধে সিটিসেলকে একমাস সময় দিয়েছিলেন আদালত। কিন্তু বেঁধে দেওয়া সেই সময় অতিবাহিত হলে সিটিসেল আবারও সময় চেয়ে আবেদন করে। কিন্তু আপিল বিভাগ সে আবেদন খারিজ করে উক্ত রায় দেন।