সড়কে হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

মানববন্ধনসড়কে হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘দীপ্ত স্লোগান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের প্রাণহানি মেনে নেওয়া যায় না। একটুখানি অসাবধানতায় ঝরে যাচ্ছে শত শত তাজা প্রাণ, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে।’

সড়কে রক্তপাত এবং প্রাণহানি বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেমন যথাযথ ব্যবস্থা নিতে হবে, তেমনি পথচারী এবং যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।’

মানববন্ধনে ১১ দফা দাবি তুলে ধরেন দীপ্ত স্লোগানের আহ্বায়ক সাখাওয়াত আল আমিন। দাবিগুলো হলো, ঈদের আগেই মহাসড়কগুলো চলাচল উপযোগী করে তোলা, ঈদ সার্ভিস চালুর আগেই পরিবহন কোম্পানিগুলোর চালক এবং সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইনের বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে, ফিটনেস বিহীন যানবাহন মহাসড়কে চলতে না দেওয়া।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে, রাজধানীসহ অন্যান্য মহানগরে সিগন্যালগুলোতে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে, উল্টোপথে চলাচলকারীদের শাস্তির আওতায় আনা, গণপরবিহনে নারীদের যৌন হয়রানি বন্ধ করা এবং নিপীড়নকারীদের কঠোর শাস্তির নিশ্চিত করা, ফুট ওভারব্রিজ এবং আন্ডারপাসগুলো ব্যবহার উপযোগী করা, ফুটপাত দখলমুক্ত করা ইত্যাদি।

পাশাপাশি সড়কে নিহত এবং আহত ও তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক জুয়েল মিয়া। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।