ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান হেফাজতের

 



হেফাজতে ইসলামের ইফতার মাহফিলইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তাদের সব পণ্য বর্জন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী এ আহবান জানান।







শনিবার (২৬ মে) বিকালে চট্টগ্রাম মুসলিম হলে হেফাজতে ইসলাম আয়োজিত ‘বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানানো হয়।
জুনাইদ বাবুনগরী বলেন, ‘বিগত ১৫ মে অর্ধ শতাধিক মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা এবং ২ হাজার ৫০০ মানুষকে আহত করেছে। ইসরায়েল একটি অবৈধ সন্ত্রাসবাদী রাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র হলো তাদের মদদদাতা। তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্থর করা একটি অবৈধ পদক্ষেপ। মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসের পবিত্র ভূমি জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছেন।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা আমাদের ভাই। তাদের অধিকার প্রতিষ্ঠায় জালিম ইসরায়েল ও মার্কিনিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস শেখ আহমদ, ড. আ ফ ম খালিদ হোসেন,মাওলানা আহমদ দিদার, মাওলানা মঈনুদ্দিন রুহী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনরি, মাওলানা হাফেজ সোহাইব, মাওলানা আজিজুল হক, নাসিরাবাদ মাদরাসার মুহতামিম মওলানা আবদুল জাব্বার, সেগুনবাগান কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।