পৃথক ঘটনায় দুই মাদকাসক্তের মৃত্যু

লাশরাজধানীতে পৃথক ঘটনায় দুই মাদকাসক্তের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন  কারাবন্দি মো. আলমগীর হোসেন (৩৬), অন্যজন মাদক নিরাময় কেন্দ্রে থাকা মো. রাসেল (৪০)। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
কারারক্ষী মো. হানিফ জানান, গত মাসে মাদকের একটি মামলায় গ্রেফতার হওয়া আলমগীর হোসেন কারাগারে ছিল (হাজতি নং-২১২২৬)। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ১৬ জুন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর মাদকাসক্ত ছিল। গত মাসে রোজার কয়েকদিন আগে বাসা থেকে তাকে আটক করা হয়। তার স্ত্রীর নাম মনি আকতার। তাদের তিনটি সন্তান আছে। আলমগীরের বাবার নাম মৃত আলী হোসেন। বংশাল থানার সিদ্দিকবাজারে পরিবার নিয়ে থাকতো সে।
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মো. হাবিব সাংবাদিকদের জানিয়েছেন, রাসেল (৪০) বকশিবাজারের চানখারপুলের কেন্দ্রে ভর্তি ছিল। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. সালাউদ্দিন। বংশালের কে পি ঘোষ স্ট্রিটে তাদের বাসা।