জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান

জেনেভা ক্যাম্পে অভিযানরাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২০ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

জেনেভা ক্যাম্পে অভিযানতিনি বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে বসিলা এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ফালু গুলিবিদ্ধ হয়েছে। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জেনেভা ক্যাম্পে অভিযান

অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়েছে। সাড়ে ৩ ঘণ্টার অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫১ জনকে আটক করা হয়েছে।'

মাদক ব্যবসায়ীরা বাসায় তালা লাগিয়ে পালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'তারা আর কোনও দিন জেনেভা ক্যাম্পে ঢুকতে পারবে না।'

প্রসঙ্গত, এর আগে গত মাসে র‍্যাব জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছিল।

ছবি: সাজ্জাদ হোসেন