গৃহকর্মীকে নির্যাতনের মামলায় তিন আসামি কারাগারে

আদালত

রাজধানীর ইস্কাটন গার্ডেনে শাওন নামে এক কিশোর গৃহকর্মীকে নির্যাতনের মামলায় তিন আসামির রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জুন) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আকতার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলার আসামিরা হলেন মো. ইকবাল হোসেন, তার স্ত্রী তামান্না খান রিনি ও ভাগ্নে তানজিলুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করার পর সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, রাজধানীর ইস্কাটন গার্ডেনের ১২/এ নম্বর বাড়ির ১১ তলার ১১০২ নম্বর ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল শাওন। বুধবার (২০ জুন) গৃহকর্মী শাওনকে নির্যাতন করার বিষয়টি ওই এলাকার এক বাসিন্দা জানতে পেরে পুলিশের ৯৯৯  নম্বরে কল করেন। এরপর পুলিশ এসে শাওনকে উদ্ধার করেন। উদ্ধারের পর দেখা যায় শাওনের হাত-পা ও সারা শরীরে আঘাতের চিহ্ন। তার শারীরিক অবস্থাও ভালো নয়। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ইস্কাটন গার্ডেন এলাকার একটি বাসা থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওই ঘটনায় রমনা থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।