সরকারি যানবাহন অধিদফতরে দুদকের অভিযান

দুদক

হটলাইনে (১০৬) অভিযোগ আসায় সরকারি যানবাহন অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযানের সময় ওই অধিদফতরের তথ্য-উপাত্ত খতিয়ে দেখে কী পাওয়া গেছে তা জানাতে রাজি হননি দুদক কর্মকর্তারা। সোমবার (২৫ জুন) রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গণি সড়কে সরকারি যানবাহন অধিদফতরে এ অভিযান চালানো হয়েছে।

জানা গেছে, দুদকের হটলাইনে ফোন আসে। ফোন করে এক ব্যক্তি জানান, সরকারি যানবাহন অধিদফতরের বিভিন্ন ক্রয়, মেরামত ও সংরক্ষণ বাবদ খরচ দেখিয়ে অধিক বিল উত্তোলন করা হচ্ছে। এরপর সোমবার দুপুরে দুদকের একটি টিম রাজধানীর সচিবালয় সংলগ্ন আব্দুল গণি সড়কে সরকারি যানবাহন অধিদফতরে অভিযান চালায়।
দুদকের উপপরিচালক ওয়াকিল আহমেদের নেতৃত্বে পুলিশসহ ৬ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়। দুদক টিম সরেজমিন ২০১১-১২ থেকে ২০১৭-১৮ অর্থবছরে মেরামত সংক্রান্ত ব্যয়ের বাজেট, প্রকৃত খরচ এবং ক্রয় সংক্রান্ত তথ্য-উপাত্ত খতিয়ে দেখে।
তবে এসব তথ্য-উপাত্ত খতিয়ে দেখে কী পাওয়া গেছে, তা জানাতে রাজি হননি দুদক কর্মকর্তারা।

এ বিষয়ে পরিবহন পুলের কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদকে একাধিক মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘কমিশনের অভিযোগকেন্দ্র হটলাইনে প্রাপ্ত অভিযোগের মাধ্যমে সরকারি দফতরগুলোতে সুশাসন প্রতিষ্ঠায় দুদক এ জাতীয় অভিযান চালাচ্ছে। ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।