প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জামিলুর রেজা চৌধুরীর

ড. জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা

জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ড. জামিলুর রেজা চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক মেধাবী প্রকৌশলী আছেন, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সক্ষম হবেন। ২০৪০ সালে যে উন্নত দেশ পাবো তার জন্য প্রকৌশলীরাও ভূমিক রাখবেন।’ তিনি আরও বলেন, ‘আমার এই স্বীকৃতি সব প্রকৌশলীর। বর্তমান অবস্থানে আসার পেছনে সব প্রকৌশলীর সহযোগিতা ছিল। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বৃহস্পতিবার (৫ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইইবি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশলীদের গুরু। তিনি বাংলার প্রতিটি প্রকৌশলীর প্রিয় ব্যক্তি। দেশে যত প্রকৌশলী আছেন সবাই তার ওপর অগাধ আস্থা রাখেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন শিবলু, প্রকৌশলী একে আজাদ, আব্দুল মতিন প্রমুখ।