গুলিস্তানে বাস চাপায় ঢামেক নার্সের পায়ের পাতা বিচ্ছিন্ন

আহতাবস্থায় হাসপাতালে ঝুমুর আক্তার রাজাধানীর গুলিস্তান মোড়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এক নার্সের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই নার্সের নাম ঝুমুর আক্তার (৩২)।  শনিবার (১৪ জুলাই) রাত পৌনে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঝুমুর বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবু রাশেদ। তিনি জানান, গুলিস্তান মোড়ে  রাস্তা পার হওয়ার সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকার নিচে চাপা পড়ে ঝুমুরের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি জানান, এই ঘটনায় ঘাতক বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ঝুমুরের  মা তাসলিমা আক্তার। তিনি জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে তাদের বাসা।  ঝুমুর সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে কর্মরত। বিকালে ডিউটি শেষে তিনি বাসায় ফিরছিলেন।  গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময়  যাত্রীবাহী বাসটি তাকে চাপা দেয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই  বাচ্চু মিয়া  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ঝুমুর বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।