ঢাবিতে রাজীব মীরের প্রথম জানাজা সম্পন্ন

রাজীব মীরের জানাজা জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক রাজীব মীরের প্রথম জানাজা রবিবার (২২ জুলাই) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর উপ- প্রেসসচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ ঢাবি, জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন,‘ রাজীব মীরকে হারানোর মাধ্যমে আমাদের মধ্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। এতো অল্প সময়ের মধ্যে সে আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা ভাবতেও  পারিনি। আমি তার আত্মার শান্তি কামনা করি।’

এর আগে বেলা পৌনে ৩টায় তার মরদেহ ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আনা হয়। এ সময় তার সহকর্মী ও শিক্ষার্থীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন। জানাজা শেষে  ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আগামীকাল ( ২৩ জুলাই) সোমবার সকাল ৯টায় তার নিজ জেলার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় এবং জন্মস্থান পরাণগঞ্জ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা।

শুক্রবার রাত ১টা ৩৭ মিনিটে ভারতের চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। এ সপ্তাহে রাজীব মীরের অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল।

উল্লেখ্য, রাজীব মীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এছাড়া  নিয়মিত লেখালেখিও করতেন রাজীব মীর।