আপিলসহ খালেদা জিয়ার তিন আবেদন রবিবারের কার্যতালিকায়

আদালত থেকে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো)জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের করা আপিল আবেদন শুনানির জন্য মামলাটি রবিবার (১২ আগস্ট) হাইকোর্টের কার্যতালিকায় এক নম্বরে রয়েছে। দুপুর ২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
শনিবার (১১ আগস্ট) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছাড়াও খালেদা জিয়ার অন্য মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুইটি আবেদন রবিবারের কার্যতালিকায় রাখা হয়েছে।’
তিনি জানান, কুমিল্লায় নাশকতার এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিত আবেদন করে। এ বিষয়ে আদেশের জন্য মামলাটি রবিবার কার্যতালিকায় রাখা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আদেশের জন্য মামলাটি ২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
এছাড়া কুমিল্লায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর আদেশের জন্য রবিবার (১২ আগস্ট) দিন ধার্য রয়েছে। এদিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কার্যতালিকার ৮৪৭ নম্বরে থাকা মামলাটির ওপর আদেশ দেবেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।