বিকাশে দেওয়া যাবে ঢাবি’র সমাবর্তন ফি

 

ঢাবিআগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনের নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে যেসব শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তারা এই সমাবর্তনে অংশ নিচ্ছেন।

গত রবিবার (১২ আগস্ট) থেকে নিবন্ধন ফি দেওয়া যাচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই নিবন্ধন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বিকাশে ফি পরিশোধ করতে শিক্ষার্থীদের কিছু ধাপ অনুসরণ করতে হবে। এই লিংকে ক্লিক করে http://convocation.du.ac.bd/ সমাবর্তনের নিবন্ধন করা যাবে। প্রাথমিক তথ্য দেওয়ার পর ফি পেমেন্টের অপশন হিসেবে বিকাশ নির্বাচন করতে হবে। ওয়েবসাইটের বিকাশ গেটওয়েতে ব্যক্তিগত বিকাশ নম্বরটি দিতে হবে। এরপর মোবাইলে পাওয়া ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এসএমএসের মাধ্যমে ফি দেওয়ার নিশ্চিত বার্তা পাওয়া যাবে।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ লিমিটেড ব্যাংকিং সেবাবহির্ভূত জনগোষ্ঠীকে নানা ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। এটি ব্র্যাক ব্যাংক, ইউএসভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও চীনের আলিবাবা গ্রুপের অ্যাফিলিয়েট অ্যান্ড ফিন্যান্সিয়াল (আলিপে)-এর যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।