রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু



লাশ

রাজধানীর বেইলি রোডে ফাইজা রহমান অনন্যা (২৪) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে একে আত্মহত্যা বলা হলেও পুলিশ বলেছে, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। শনিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন বলেন, পুলিশ প্রথমে সংবাদ পায় অনন্যা আত্মহত্যা করেছে। তবে তার মৃত্যুর ব্যাপারে স্বজনদের দেওয়া তথ্যে যথেষ্ট সন্দেহ থাকায় ময়নাতদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে বলে মনে করেন এই কর্মকর্তা। মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শনিবার সাড়ে ৪টার দিকে স্বজনরা অনন্যাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতাল নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাইজার চাচা আবুল মনসুর জানান, অনন্যা নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্রী ছিল। ৭/৮ মাস আগে মোহাম্মদপুরের বাসিন্দা ব্যবসায়ী নাবিদের সঙ্গে পারিবারিকভাবে তার কাবিন হয়।
তিনি জানান, কাবিনের পর থেকে ওই বাসায় যাতায়াত ছিল অনন্যার। সামনে অনুষ্ঠান হওয়ার কথা। বেইল রোডে একটি ভবনের আটতলায় মা নুসরাত জাহানের সঙ্গে থাকতন অনন্যা। তার বাবা মাসুদুর রহমান পাঁচ বছর আগে মারা যান। দুই বোনের মধ্যে অনন্যা বড়।
অন্যনার মামা রফিকুল জানান, আজ শনিবার সকালে অনন্যাকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে ছোট মেয়ে ফারিয়াকে নিয়ে বাইরে যান মা। পরে বাসায় ফিরে দেখতে পান অন্যনা বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে কীভাবে অনন্যার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।