সারাক্ষণ টুংটাং শব্দ কাওরানবাজার কামারপাড়ায় (ফটো স্টোরি)

কোরবানির ঈদের আর দু’দিন বাকি। ঈদকে সামনে রেখে পশু জবাইয়ের দা, বঁটি, ছুরি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর কাওরানবাজারের কামারপাড়ার শ্রমিকরা। সারাক্ষণ সেখানে চলছে টুংটাং শব্দ। তবে এখনও আশানুরূপ বেচাকেনা শুরু হয়নি বলে জানিয়েছেন কামাররা। যদিও ঈদের এই সময়েই পশু জবাইয়ের সরঞ্জামাদি বিক্রির ধুম পড়ে যায়। তারপরও কোরবানির পশুর গোশত কাটার ছুরি-বটির পসরা সাজিয়ে বসেছেন কামাররা।
দোকানিরা জানিয়েছেন, অন্য বছরের তুলনায় এবার প্রতিটি জিনিসের দাম হাতের নাগালে। বটি পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। পশু জবাইয়ের বড় ছুরি ৫০০ টাকায়, ছোট ছুরি ১৭০, মাঝারি ১২০ এবং চিকন ছুরি ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এদিকে বড় দা পাওয়া যাচ্ছে ৪০০ টাকায়।
দেশি উপকরণের পাশাপাশি বিদেশিও রয়েছে এখানে। চাইনিজ ছুরি-বটিগুলোও মোটামুটি বিক্রি হচ্ছে। তবে দাম তুলনামূলক একটু বেশি। প্রতিটি চাইনিজ ছুরির দাম ৫০০ টাকা এবং মাংস কাটার চাইনিজ কুড়াল এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট ও মাঝারি ছুরিগুলো ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের ক্যামেরায় তোলা কামারপাড়ার কিছু চিত্র দেখে নিন ছবিতে

3

1

2

4

5

67

8

9

10

11

12