নাগরবাসীকে সেবা সংক্রান্ত তথ্য জানাবে ডিএনসিসির নিউজলেটার ‘নগরিয়া’

১১১১

নগরবাসীকে বিভিন্ন সেবা সংক্রান্ত তথ্য জfনাতে ‘নগরিয়া’ নামে ত্রৈমাসিক একটি নিউজলেটার চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২০ আগস্ট) বেলা ১২টায় ডিএনসিসির গুলশানের নগর ভবনে এর উদ্বোধন করেন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা ও আলেয়া সারোয়ার ডেইজী।

নগর ভবন থেকে জানানো হয়, ডিএনসিসির বিভিন্ন উদ্যোগ ও সেবা সংক্রান্ত নানা তথ্য নাগারিকরা সঠিকভাবে জানেন না। এজন্য এই নিউজলেটার প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। তিন মাস অন্তর অন্তত প্রকাশিত এই নিউজ লেটারে থাকবে ডিএনসিসির সেবাসংক্রান্ত নানা তথ্য। নিউজলেটারটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন। 

প্রথম সংখ্যায় নাগরিক সেবা সংক্রান্ত তথ্য সম্বলিত লেখা ছাড়াও প্রয়োজনীয় যোগাযোগের ফোন নম্বর দেওয়া হয়েছে, যাতে জনসাধারণ সরাসরি যোগাযোগ করে সেবা চাইতে পারেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি হোল্ডিং নম্বরের ঠিকানায় বিনামূল্যে ডাকযোগে বুকপোস্টের মাধ্যমে এটি পৌঁছে দেওয়া হবে। প্রথম সংখ্যা আড়াই লাখ কপি ছাপানো হয়। এটি প্রকাশে জাপানভিত্তিক বেসরকারি সংস্থা সিডস এশিয়া ডিএনসিসিকে সহযোগিতা করছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ সংস্থার বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।