কোটা সংস্কার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক লুমার জামিন

লুৎফুন নাহার লুমা (ছবি: সংগৃহীত)ফেসবুক লাইভে এসে ছাত্রমৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার লুমার জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ আগস্ট) বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ শুনানি শেষে এ আদেশ দেন।
লুমার আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
জায়েদুর রহমানসহ লুমার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যোতির্ময় বড়ুয়া, ড. জাহিদ ইকবাল ও আরও কয়েকজন আইনজীবী।
শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘লুৎফুন নাহার লুমার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের যে অপরাধের ধারায় অভিযোগ আনা হয়েছে তা এ আইনের আওতায় আসে না। কোটা সংস্কার আন্দোলনের নেতা অনেকে জামিনে আছেন।’ সার্বিক দিক বিবেচনায় তিনি আসামির জামিন চান।

এর আগে গতকাল রবিবার লুমার করা জামিন আবেদনের আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ।

ফেসবুক লাইভে এসে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। এর ভিত্তিতে গত ১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুমাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

লুমা ঢাকা ইডেন কলেজের ছাত্রী।