অধ্যাপক হলেন ৪০৯ শিক্ষক

শিক্ষা মন্ত্রণালয়সরকারি কলেজ ও মাদরাসার ৪০৯ জন সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থনীতি বিষয়ে ৩২ জন, আরবিতে ৩, ইসলাম শিক্ষায় ১০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ২৮, ইংরেজিতে ৩১, ইতিহাসে ৩১, উদ্ভিদবিদ্যায় ৩০, গার্হস্থ্য অর্থনীতিতে ২, গণিতে ২৪, দর্শনে ৩৩, পদার্থবিদ্যায় ১৯, পরিসংখ্যানে ১, প্রাণিবিদ্যায় ২৪, বাংলায় ১৪, ব্যবস্থাপনায় ২৮, ভূগোলে ৩, মৃত্তিকাবিজ্ঞানে ১, মনোবিজ্ঞানে ২, রসায়নে ১৭, রাষ্ট্রবিজ্ঞানে ৩০, সমাজকল্যাণে ১১, সমাজবিজ্ঞানে ৫, হিসাববিজ্ঞানে ২৪, বিজ্ঞান (টিটিসি) ১, শিক্ষায় (টিটিসি) ৪ এবং শিক্ষায় (গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং) ১ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের।