রাজধানীতে পানির তিন কারখানা সিলগালা

র‌্যাবরাজধানীতে পানির পাঁচটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করে র‌্যাব-২।
র‌্যাব-২ এর অপারেশন অফিসার (এএসপি) সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ভি ওয়াটার প্রতিষ্ঠান ও ফেইথ ড্রিংকিং ওয়াটারকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নামবিহীন বাকি তিন প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।’
তিনি জানান, এসব প্রতিষ্ঠানের কোনও লাইসেন্স নেই। তারা অবৈধভাবে পানির ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি।