৯ কোটি টাকা অনুদান পেল ৪৬৪২ স্বেচ্ছাসেবী সমিতি

সমিতির সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি
সারাদেশের চার হাজার ৬৪২টি স্বেচ্ছাসেবী সমিতির মধ্যে ৮ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৯ সেপ্টেম্বর) মহিলা বিষয়ক অধিদফতরের মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নে তাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। স্বামীর ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। অর্থনৈতিকভাবে পুরুষের ওপর নির্ভরশীল হলে ক্ষমতায়ন হবে না। তবে নারী ও পুরুষকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

১৯৭৮ সাল থেকে মহিলা বিষয়ক অধিদফতর নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে অনুদান বিতরণের কার্যক্রম চালিয়ে আসছে। এ ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলার চার হাজার ৬৪২টি স্বেচ্ছাসেবী সমিতিতে এ অনুদান দেওয়া হলো। ১২৮টি সমিতিকে ৪০ হাজার টাকা করে, ৩২৭টি সমিতির মধ্যে ১০ হাজার টাকা এবং ৪ হাজার ১৮৭টি সমিতিতে মোট ৮ কোটি ৩ লাখ ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। বর্তমানে ১৮ হাজার ৬৬৯টি সমিতি মহিলা বিষয়ক অধিদফতরে নিবন্ধিত রয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেছা ইন্দিরা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব (প্রশাসন) জ্যোতি লাল কুরি, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু, জাতীয় মহিলা সংস্থার চেয়াম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট প্রমুখ।