উত্তরায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন, দগ্ধ ৮

আগুনরাজধানীর উত্তরার ব্যাপারি পাড়ায় একটি তৃতীয় তলার ভবনের নিচতলায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক শিশু ও চার নারীসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শিশু আব্দুল্লাহ, আঞ্জু, উর্নি,আফরোজা, পূর্ণিমা, আজিজুল, সাগর, ও ডাব্লিউ। এদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্যাস লাইন লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর।