উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু



আগুনরাজধানী উত্তরখানের ব্যাপারি পাড়ায় একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাসের লাই লিকেজ হয়ে আগুন লাগার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম ডাব্লু মোল্লা (৩৩)। বুধবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া এই তথ্য জানিয়েছেন। তিনি জানান. ডাব্লু পেশায় অটোচালক ছিলেন। আগুনে তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১১ টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্ণিমা (৩৫)। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আগুন লাগার ঘটনায় নিহত পাঁচজন হলেন- আজিজুল (২৭), তার স্ত্রী মোসলেমা (১৮), সুফিয়া (৫০), পূর্ণিমা (৩৫) ও ডাব্লু মোল্লা (৩৩)। এছাড়া আরও তিনজন এখনও ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ওই বাসায় গ্যাসের লাইন লিকেজ হয়ে আগুন লাগে। এসময় এক শিশু ও চার নারীসহ ৮ জন দগ্ধ হন।