‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ গঠিত



অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনগণতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’গঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকনকে সদস্য সচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট এই ফ্রন্ট গঠন করা হয়।

এছাড়া সভায় ১৯ সদস্য বিশিষ্ট একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, গরিব নেওয়াজ মোহাম্মদ, কেএম জাবির, জগলুল হায়দার আফ্রিক, মো. সানাউল্লাহ মিয়া, মো. মাসুদ আহমেদ তালুকদার, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, গোলাম মোস্তফা খান, এসএম কামাল উদ্দিন, সৈয়দ মাহবুব হোসেন, মুহম্মদ শফিউদ্দিন ভুইয়া, ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ, শাহ আহমেদ বাদল, রকিব উদ্দিন, মো. মুনসুর রহমান, মো. ইউসুফ আলী ও আজাদ মাহমুদ।

পরে সভার বিষয়ে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মুখপাত্র ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন ও সংহতি জানিয়ে আইনজীবীদের সমন্বয়ে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। আগামী ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের প্রথম সভা ডাকা হয়েছে। এছাড়া দেশের সব জেলা বারে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে পর্যায়ক্রমে আইনজীবী সভা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।