বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে: নিপুন রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীবিএনপি সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে দলটির নির্বাহী কমিটির সদস্য ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রকে লালন করে, ধারণ করে। দলটি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

নিপুন রায় চৌধুরী বলেন, ‘বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল। দলটি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রকে লালন করে ধারণ করে। কিন্তু এই দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা-হামলা, আটক করে জর্জরিত করা হয়।’

২০১৪ সালের নির্বাচনে বর্তমান সরকারি দল অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছে অভিযোগ করে তিনি বলেন, ‘এই অবৈধ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়, দলটি গণতন্ত্র রক্ষার আন্দোলনে আছে।’

এটিএন নিউজে বৈঠকের সরাসরি সম্প্রচার ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাচ্ছে।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন- ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।