বিএনপির সাত নেতার জামিনের বিরুদ্ধে আবেদনের শুনানি বৃহস্পতিবার



হাইকোর্টবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় সাত নেতাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত না করে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করেছেন চেম্বার আদালত।
জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২৩ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
মির্জা ফখরুল ছাড়া জামিন পাওয়া অন্য ছয় নেতা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
গত ১ অক্টোবর সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে হাতিরঝিল থানায় মামলা করে পুলিশ।
গত ৩ অক্টোবর হাইকোর্ট উপস্থিত হয়ে জামিন নেন বিএনপির সাত শীর্ষ নেতা। একইসঙ্গে পুলিশ প্রতিবেদন দেওয়ার চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে তাদের আত্মসমর্পন করতে বলা হয়। পরে এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে।