মিথ্যা অডিট রিপোর্ট দিলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান

ইকবার মাহমুদ (ফাইল ছবি)জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক , আয়কর বিভাগ ও বিশেষ ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা একই বছরের আর্থিক বিবরণী একই অডিট ফার্মের মাধ্যমেই করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি  বলেন, ‘মিথ্যা ও ভিন্ন ভিন্ন আর্থিক বিবরণী জমা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’  মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদকে আসা অভিযোগের ব্যাপারে ইকবাল মাহমুদ বলেন, ‘এ সব অভিযোগে দেখা যায় কোনও কোনও প্রতিষ্ঠান একই অর্থ বছরে ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে পরিমাণ সম্পদ দেখিয়ে ফিইন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছে, ঠিক একই বছরে আয়কর বিভাগে অনেক কম সম্পদ দেখিয়ে ফিন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছে।’  তিনি বলেন, এ সব অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।