পাইলটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর, সম্পাদক ক্যাপ্টেন নাজমুল

 
 
 
 
ক্যাপ্টেন মাহবুবুর ও ক্যাপ্টেন নাজমুল
ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে সভাপতি ও ক্যাপ্টেন সৈয়দ নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস্ অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন কমিটি গঠিত হয়েছে।
 
জানা যায়, গত ২১ অক্টোবর সংগঠনটির ২০১৮-১৯ সালের নির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সম্পাদকসহ ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। 
 
কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক (প্রশাসন) ফার্স্ট অফিসার এস এম মুসাউর রহমান, যুগ্ম সম্পাদক (অপারেশন) ফার্স্ট অফিসার গোলাম আবেদ, কোষাধ্যক্ষ ফার্স্ট অফিসার মুকাস্সিত হোসাইন, কার্য নির্বাহী সদস্য ক্যাপ্টেন সাজেদুল হক, ক্যাপ্টেন ইমামুল ইসলাম,  ফার্স্ট অফিসার সাদাত জামিল।
 
প্রসঙ্গত, বাপা হলো রাষ্ট্রায়ত্ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন। একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধিত। এছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস্ অ্যাসোসিয়েশন (ইফালপা)-এর সদস্য। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)-এর সঙ্গে সম্পৃক্ত এই সংগঠনটি।