ছোট ভাইকে রিহ্যাবে দেওয়ায় বড় ভাইকে হত্যা

মাদকাসক্ত ছোট ভাই শাহীনকে মাদক নিরাময় কেন্দ্র (রিহ্যাব)-এ পাঠিয়েছিলেন বড় ভাই সাগর। কেন রিহ্যাবে পাঠানো হয়েছিল, এতে ক্ষুব্ধ হয়ে বড় ভাইকে হত্যা করে শাহীন। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ৬ নভেম্বর কেরানীগঞ্জে এই ঘটনার পর পালিয়ে যায় শাহীন। পরে কেরানীগঞ্জ মডেল থানায়েএ ব্যাপারে একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। র‌্যাব-১০ পলাতক আসামি শাহীনকে গ্রেফতার করেছে।

হত্যার কারণ সম্পর্কে র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বলেন, ‘আসামি শাহীন একজন মাদক সেবনকারী। তার বড় ভাই সাগর তাকে সংশোধন করার জন্য মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাস মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি থাকায় বড় ভাইয়ের ওপর ক্ষুব্ধ হয় শাহীন। গত ৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ধারালো ছুরি দিয়ে বড় ভাই সাগরের গলায় আঘাত করে পালিয়ে যায় শাহীন। সাগরকে আহত অবস্থায় দ্রুত মিডফোর্ড হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, র‌্যাবের গোয়েন্দা দল অভিযান পরিচালনার মাধ্যমে শাহীনকে গ্রেফতার করেছে। তাকে কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।