সুজন সম্পাদকের দাবি, সব দল চাইলে ভোট পেছাবে নির্বাচন কমিশন

বদিউল আলম মজুমদার (ফাইল ফটো)

সব রাজনৈতিক দল চাইলে ভোট পেছানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) একটি প্রতিনিধি দল সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান বলে জানিয়েছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কিছু কাজ করে থাকি। সে বিষয়টি অবহিত করতে সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আমাদের কাজে কমিশনের সহযোগিতা চেয়েছি। সচিব বলেছেন নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পেছানো হবে কি না তা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন সব দল যদি চায় তখন কমিশন সেইভাবে সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘সুজনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সৎ যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের লক্ষ্যে আমাদের কার্যক্রম অবহিত করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগে-পরে সংবাদ সম্মেলন, জনগণের জন্য মুখোমুখি অনুষ্ঠান, ভোটারদের মধ্যে তথ্যচিত্র বিতরণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রচারণা, মানববন্ধন ও পদযাত্রা, প্রচারণায় সোশ্যাল মিডিয়ার ব্যবহারসহ নানা কাজ করে থাকি আমরা।  এসব কাজে নির্বাচন কমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে এবং নির্বাচন সচিব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’