গৃহবধূ খাদিজার খুনি স্বামী গ্রেফতার

গৃহবধূ খাদিজা আক্তারনারায়ণঞ্জের রূপগঞ্জে গৃহবধূ খাদিজা আক্তারকে (২৬) হত্যার ১৩ দিন পর তার স্বামী সিরাজকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১। সিরাজই খাদিজা হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী বলে দাবি করেছে র‌্যাব। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ নভেম্বর) ভোর ছয়টার দিকে রূপগঞ্জের পূর্বাচল প্রকল্পের ৯ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুরে রূপগঞ্জের লালমাটিয়া এলাকা থেকে গৃহবধূ খাদিজার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। নিহত খাদিজা ময়মনসিংহের মদিনাপাড়া এলাকার হান্নানের মেয়ে।

বোন রুমা আক্তার জানান, সাত বছর আগে রূপগঞ্জের লালমাটিয়া এলাকার আমির উদ্দিনের ছেলে সিরাজের সঙ্গে খাদিজার বিয়ে হয়। কয়েক মাস আগে সিরাজ অন্য এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে খাদিজা সঙ্গে সিরাজের ঝগড়া হয়। এটা নিয়ে বিভিন্ন সময় সিরাজ খাদিজাকে মারধর করেছে, এমনকি টাকাও দাবি করেছে। নির্যাতন সহ্য করতে না পেরে খাদিজা ময়মনসিংহে বাবার বাড়িতে চলে গিয়েছিল। ২৮ অক্টোবর শ্বশুরবাড়িতে ফিরে এলে ৩১ অক্টোবর সকালে তাকে শ্বাসরোধে হত্যা করে সিরাজের পরিবার। এরপর লাশ ফেলে রেখে খাদিজার পাঁচ বছরের সন্তান জুঁইকে নিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, খাদিজার স্বামী সিরাজ এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।