বুড়িগঙ্গা থেকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার




লাশরাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে বাবু (১৫) নামে এক কিশোরের পচে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েক দিন ধরে নিখোঁজ ছিল সে। বুধবার (১৪ নভেম্বর) সকালে বাবুর লাশ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাবু পরিবারের সঙ্গে ঢাকা উদ্যানে থাকতো। সে রাস্তা থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক, কাগজপত্র সংগ্রহ করে বেচতো। তার লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাবুর ভাই রিপন লাশ শনাক্ত করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েক দিন ধরে নিখোঁজ ছিল বাবু। বুধবার সকালে চন্দ্রিমা হাউজিংয়ের শেষ মাথায় বুড়িগঙ্গায় লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়। চন্দ্রিমা হাউজিংয়ে উন্নয়ন কাজ চলছে। সেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন। নদীর তীরে মানুষের যাওয়া আসা কম। তবে বিকালে মানুষ ঘুরতে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে লাশ দেখে মনে হচ্ছে ৩/৪ দিন আগে বাবুর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।