‘পৃথিবীতে সবচেয়ে বিশৃঙ্খল বাংলাদেশের সড়ক’

বক্তব্য রাখছেন সৈয়দ ইশতিয়াক রেজা

পৃথিবীর মধ্যে বাংলাদেশের সড়ক সবচেয়ে বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন গাজি টিভি ও সারাবাংলার প্রধান নির্বাহী সৈয়দ ইশতিয়াক রেজা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পিকমি লিমিটেড’-এর চালকদের মাঝে হেলমেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘আজকে বাংলাদেশের সড়কে অনেক সমস্যা। এর মধ্যে সড়ক নিয়ে ছাত্রদের আন্দোলনও দেখলাম। এখানে সবচেয়ে বড় জায়গা দখল করে আছে একটি দুর্নীতির অধ্যায়। যে ঠিকাদার সড়ক নির্মাণ করছে, আর যে সুপারভাইজার দেখভাল করছে, তাদের মধ্যে অনিয়ম আছে। রাস্তা নিয়ন্ত্রণ করছে পুলিশ, তাদের মধ্যেও অনিয়ম আছে। রাস্তা ব্যবহার করছে যে চালক ও মালিক, তাদের ভেতরে সততার অভাব আছে। রাস্তা ব্যবহার করছি আমি, আমার মধ্যেও সচেতনতার অভাব আছে। তাই সবকিছু মিলিয়ে বাংলাদেশের সড়ক পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল। এখানে মালিক-শ্রমিকের ঐক্য আছে। বাংলাদেশে আর কোনও ক্ষেত্রে মালিক-শ্রমিকের ঐক্য নাই।’

তিনি আরও বলেন, ‘এই শহরে যারা মোটরবাইক চালায়, তাদের প্রতি আমার কিছু বলার আছে। আপনার লেন মেনে বাইক চালাবেন। আপনারা যাকে নিয়ে রাইট দিচ্ছেন, সে কিন্তু একজন মানুষ, এটা মাথায় রাখতে হবে। কিছু টাকার জন্য আপনারা রাইড দেন না। আপনারা যখন কাউকে রাইড দেন, তখন তাকে ভালো সার্ভিস দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘খারাপ মানুষ থাকবেই। কিন্তু খারাপ কাজ করার সাহস পাবে না –এমন কিছু বাস্তবায়ন করতে হবে। মানুষকে সবসময় বাধ্যবাধকতার মধ্যে রাখতে হয়। পিকমিকে বলতে চাই, আপনারা আপনাদের বাইকে ক্যামেরা লাগাতে পারেন, সবসময় নিয়ন্ত্রণ রাখার জন্য। আমি মনে করি, যে কোম্পানির ম্যানেজমেন্ট যত ভালো, সেই কোম্পানির সেবা তত ভালো।’

হেলমেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকমি লিমিটেডের ডিরেক্টর ও সিইও ওমর আলীরাজসহ অনেকে।