সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে তিনি এসব কথা করেন।
কর্ম ও চিন্তায় দুদক কর্মকর্তাদের সর্বোত্তম হওয়ার আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এই উদ্যোগের প্লাটফরম হিসেবে কাজ করছে দুদক।’ সমাজের প্রতিটি অংশকে এই প্লাটফরমে নিয়ে আসার দায়িত্বও তাদের বলে মত দেন তিনি। এসময় তিনি দুদক কর্মকর্তাদের মানুষের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানান। দুদক চেয়ারম্যান বলেন, ‘জনআস্থা অর্জন করা না গেলে দুর্নীতি প্রতিরোধ সফল হবে না।’
ওরিয়েন্টশন অনুষ্ঠানে শতাধিক কর্মকর্তা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন।