পেশাগত দায়িত্বে অনুপস্থিত থাকা এবং ‘পালানোর’ অভিযোগে এক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তারা হলেন— চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আল মিনা, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-কমিশনার মানস কুমার পোদ্দার এবং ডিএমপির সাবেক অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ চৌধুরী।
এর আগে, একই অভিযোগে গত ২৮ জুন এসপি, অতিরিক্ত এসপি ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আরও ১৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি নূরে আল মিনার সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি। তিনি ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ অনুসারে, তার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয় এবং সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
অন্যদিকে, মানস কুমার পোদ্দারকে ডিএমপি থেকে কুমিল্লা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। তিনি ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা যায়। তার বরখাস্তের প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি গত ২৯ জুন স্বাক্ষর করেন, যা মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশিত হয়।
এছাড়াও সাবেক এডিসি রহমত উল্লাহ চৌধুরী সম্প্রতি এসপি পদে পদোন্নতি পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি হয়েছিলেন। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি থেকে তিনি সেখানে দায়িত্বে যোগ না দেওয়ায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনা শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় আইন অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক সূত্র বলছে, শিগগিরই আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে।