যাত্রাবাড়ীতে পৃথক ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যুরাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জ ও জুরাইন রেলগেট এলাকায় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) পৃথক ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, দয়াগঞ্জের ফল বিক্রেতা জাবেদ আক্তার হোসেন (৪০) এবং জুরাইনের নিরাপত্তাকর্মী সালেহ।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, সকাল ৯ টার দিকে দয়াগঞ্জ মোড়ে রেলসেতুর পাশে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন জাবেদ। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিম যাত্রাবাড়ীর দয়াগঞ্জের ২৯/৪/এ নম্বর বাড়িতে থাকেন তিনি। বাদামতলীতে একটি ফলের দোকানে কাজ করতেন তিনি। সকাল ৬ টার দিকে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে দুর্ঘটনার শিকার হন।
অপরদিকে জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় সালেহ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে নীল রঙের সিকিউরিটি গার্ডের পোশাক রয়েছে।