বিএনপি নেতা বাদল-মুহিতের মনোনয়নপত্র গ্রহণের আদেশ স্থগিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই প্রার্থী বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের শাহজাহান উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল এবং বগুড়া-৩ আসনের আব্দুল মুহিত তালুকদারের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে আবেদন দু’টির বিষয়ে বুধবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে দায়ের করা এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ ডিসেম্বর) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে বিএনপির দুই প্রার্থীর পক্ষে শুনানিতে ছিলেন এম. আমিন উদ্দিন।

এরআগে, বগুড়া-৭ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাদল সরকার ও বগুড়া-৩ আসনে আরেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মুহিত তালুকদারের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপর এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টের পৃথক দু’টি রিট দায়ের করেন।

গত ৭ ডিসেম্বর রিট দু’টির শুনানি নিয়ে সরকার বাদল ও আব্দুল মুহিত তালুকদারের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিতের আদেশ দেন।