মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে: কংগ্রেস রেজ্যুলেশন

মার্কিন-কংগ্রেস

মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে মার্কিন কংগ্রেসে একটি রেজ্যুলেশন পাশ হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে ৩৯৪-১ ভোটে এই রেজ্যুলেশনটি পাশ হয়। কংগ্রেস সদস্য শ্যাবো স্টিভ সেপ্টেম্বরের ২৭ তারিখ এই রেজ্যুলেশনটি উপস্থাপন করার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটি এই মূল্যায়ন করে।

রেজ্যুলেশনে বলা হয়েছে, ২০১৭ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর বার্মিজ মিলিটারি এবং নিরাপত্তা বাহিনীর হামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার সামিল।

ওই রেজ্যুলেশনে বলা হয়েছে, প্রতিটি সরকার এবং বহুজাতিক সংস্থার উচিত এই রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে মানবাতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসেবে অভিহিত করা।

যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করা, গ্রেফতার করা, বিচার করা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার করার আহ্বান জানানো হয়েছে এই রেজ্যুলেশনে।

মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন আং হ্লাইংসহ অন্যান্য যারা এই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত তাদের ওপর অবরোধ আরোপ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়ে বলা হয়েছে- রাখাইনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে এমন যে কোনও ধরনের নীতি বা আইন পরিবর্তন করার জন্য মিয়ানমার সরকারকে আহ্বান জানানো হয়েছে।