শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ মারা গেছেন

১২

 

বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার নাতি সাহিত্যিক ইমরুল ইউসুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল ইউসুফ বলেন, ‘শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ আমার মায়ের ছোট মামা। তিনি ১৯৩০ সালে তখনকার ব্রিটিশ ভারতের উত্তর চব্বিশ পরগণার বশিরহাটের ফরিদকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লেখাপড়া শেষে সেখানেই চিকিৎসাসেবা শুরু করেন। দেশ বিভাগের আগে পরিবারের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের বৃহত্তর খুলনায় চলে আসেন।

তিনি আরও বলেন, মমতাজউদ্দীন আহমেদ শেষ বয়সে অ্যালঝেইমারস রোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার স্ত্রী হোসনে আরা মমতাজ এবং তিন মেয়ে এবং এক ছেলে বেঁচে আছেন। মেয়েরা সবাই দেশের বাইরে থাকেন। ছেলে ডা. আহমেদ বিনহাজ বাবার ক্লিনিকে প্রাকটিস করেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জোহরের নামাজের পর স্থানীয় গোরস্থানে তার জানাযা অনুষ্ঠিত হবে।