নিপুণ রায় চৌধুরীসহ দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

নিপুণ রায় চৌধুরী। (ফাইল ছবি)রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুই মামলায় দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও আরিফা সুলতানা রুমার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. তোফাজ্জেল হোসেন এ আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিন নামঞ্জুর করে রিমান্ডের জোর দাবি জানায়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন।

এর আগে ১৬ নভেম্বর পল্টন থানায় দায়ের করা আরেক মামলায় বিএনপি নেতা নিপুণ রায় চৌধুরীসহ ৭ জনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।

গত ১৫ নভেম্বর পল্টনের নাইটিংগেল মোড় থেকে নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। নিপুণ রায় চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫ নভেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলন শেষে ফিরছিলেন নিপুণ রায় চৌধুরী। নাইটিংগেল মোড় পার হওয়ার সময় বেবী নাজনীন ও নিপুণ রায়কে আটক করে গোয়েন্দা পুলিশ।

এর আগে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জনসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।