প্রেস ক্লাবে সাংবাদিক আমানুল্লাহ কবীরের জানাজা অনুষ্ঠিত

 

সাংবাদিক আমানুল্লাহ কবীরের জানাজা অনুষ্ঠিতজাতীয় প্রেস ক্লা‌বে সাংবাদিক আমানুল্লাহ কবীরের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সা‌ড়ে ১১টার দি‌কে প্রেস ক্লা‌বের টে‌নিস মা‌ঠে তার জানাজা অনু‌ষ্ঠিত হয়। এর আগে তার মরদেহ প্রেস ক্লাব চত্বরে আনা হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ সময় তার দীর্ঘ দিনের সহকর্মী সাংবাদিকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

জানাজা শেষে আমানুল্লাহ কবীরের মরদেহ জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবীর গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমানুল্লাহ কবীর দীর্ঘ দিন ধরে কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে আমানুল্লাহ কবীর বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, আমার দেশ ও দিনকালের সম্পাদক, ইন্ডিপেনডেন্ট ও টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, ডেইলি স্টার ও নিউনেশনে বার্তা সম্পাদক ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।