ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সা.সম্পাদক এনায়েত





আবদুল বাতেন ও এনায়েত উল্যাহঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিদায়ী কমিটির সহ-সভাপতি আবদুল বাতেন বাবুকে সভাপতি এবং এনায়েত উল্যাহকে ফের সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) দুপুরে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। সংগঠনটির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সমিতির ৪০০ সদস্যের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৪০০ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে ত্রি-বার্ষিক নির্বাচন (২০১৯-২১) ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘কোনও মালিক বা চালক তার পরিবহন কন্ট্রাকে (চুক্তিভিত্তিক) চালাতে পারবেন না। লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় নামবে না। চালক ও হেল্পারদের সচেতনতার জন্য সভা-সমাবেশ বা মতবিনিময় সভা করতে হবে মালিকদের। গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর জন্য যা যা করণীয় সবই করতে হবে। কোনও সদস্য যদি এসব কাজ না করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’