ভর্তিতে অনিয়ম: উইলস লিটলের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

single pic template-1 copy-Recoveredকোচিং বাণিজ্য ও অনিয়মের অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী। দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার অভিযান সমন্বয় করেন।
অভিযানের সময় নবম শ্রেণিতে অকৃতকার্য কয়েকজন শিক্ষার্থীকে দশম শ্রেণিতে ভর্তির চেষ্টার উদ্যোগ দুদকের নজরে আসে। পরে উইলস লিটল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে এবং এর সঙ্গে জড়িত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
দুদক টিম জানায়, ২০১৭ সালে উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষকরা শিক্ষার্থীদের কোচিং করাবেন না বলে অঙ্গীকার করেছিলেন। কিন্তু পরে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করেন তারা।

আরও পড়ুন: ভর্তি বাণিজ্যের অভিযোগে যে ১৫ স্কুলকে চিঠি দিলো দুদক