নির্বাচনে আমরা অভিনয়শিল্পীদের ব্যবহার করিনি: আমিনুল ইসলাম আমিন

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনবাংলা ট্রিবিউনের আয়োজনে  ‘সংরক্ষিত আসনে মনোনয়নপ্রার্থী সেলিব্রেটিরা’ শীর্ষক বৈঠকিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমরা অভিনয়শিল্পীদের ব্যবহার করেছি– আমি এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি। আমরা কাউকে এমন প্রলোভন দিইনি যে, “তোমরা এসো, নির্বাচনে জিতলে তোমাদের পুরস্কৃত করা হবে।” এখানে লেনদেনের কোনও বিষয় ছিল না। একটা মানুষ যদি ১৫-২০ বছর আওয়ামী লীগ করে, তার দল ক্ষমতায় আসলে তার একটি রাজনৈতিক মূল্যায়ন হতে পারে। কিন্তু মূল্যায়নটাও একটি বিতর্কের বিষয়। অনেকেই বলে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কী পেলাম? কিছু পেলাম না মানে কি বৈষয়িক কিছু? সেটা আমি মনে করি না। একজন আদর্শিক কর্মী বা নেতার কাছে বৈষয়িক প্রাপ্তিটা রাজনৈতিক মূল্যায়ন হতে পারে না। তার মূল্যায়নটা হবে, যে আদর্শ নিয়ে আমি দল করি, দল সেই আদর্শগুলো বাস্তবায়ন করছে কিনা। এমন হলে কিন্তু আমার মূল্যায়ন হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘আমি দ্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে অনেকের সঙ্গে মতবিনিময় করেন, এভাবে অন্য কোনও দলের প্রধানমন্ত্রী ও নেতারা আদৌ করেন না। যারা অনেক বড় বড় কথা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যারা পরিবর্তনের কথা বলেন, আমরা দেখেছি তারা যখন আলাদা দল করেছেন তাদেরকে একই সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য, সাংগঠনিক সম্পাদক, মুখপাত্র বানিয়েছেন। কেন্দ্রীয় নেতাও বানিয়েছেন। শেখ হাসিনা কিন্তু সেই ধরনের কিছু করেননি।’      

 ছবি: সাজ্জাদ হোসেন