বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চলছে

বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চলছে (ছবি: সাজ্জাদ হোসেন)চতুর্থ দিনের মতো বুড়িগঙ্গার নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের চতুর্থ দিনে দুপুর ১২টা পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এসব অবৈধ স্থাপনার মধ্যে বিভিন্ন কারখানা, বসতবাড়ি, সেমিপাকা ভবনসহ বহুতল ভবনও রয়েছে।

অভিযানে অংশ নেওয়া বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নদীর তীরে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো অপসারণে অভিযান চলছে। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এ অভিযান চলবে। এক্ষেত্রে নদী দখলকারীরা যেই হোক, কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না।’বুড়িগঙ্গার তীরে উচ্ছেদ অভিযান চলছে (ছবি: সাজ্জাদ হোসেন)

জানা যায়, প্রতি সপ্তাহে মঙ্গল থেকে বৃহস্পতিবার এই উচ্ছেদ অভিযান চলবে। অভিযানের চার দিনে এ পর্যন্ত বড় ধরনের বহুতল স্থাপনাসহ সব মিলিয়ে পাঁচ শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।