গাজী তানজিয়ার নতুন বই ‘জগৎ বাড়ি’

গাজী তানজিয়া`র জগৎ বাড়ি

কথাসাহিত্যিক গাজী তানজিয়ার নতুন গল্পের বই ‘জগৎ বাড়ি’ অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা চৈতন্য।

গত এক দশকে লেখা বাছাই ১৩টি গল্প নিয়ে মলাটবদ্ধ হয়েছে গল্পগ্রন্থ জগৎ বাড়ি। আধুনিক জীবনের ক্ষয়-অবক্ষয়, উত্থান-পতন, সুখ- দুঃখ, জটিল আর সূক্ষ্ম ঘটনা প্রবাহ গল্পগুলোর সূত্র। প্রথা আর বাস্তবতা ভেঙে জনসংস্কৃতির অপর বাস্তব দেখানো হয়েছে এখানে। প্রথাগত জীবনের রূপকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে অনেক সময়।

নিজের বই সম্পর্কে গাজী তানজিয়া বলেন, পোড়-খাওয়া মানুষের মুখগুলো বাস করে এই গল্পের জগৎ বাড়িতে। জীবন এখানে মূখ্য। জীবনের অনুভূতির বয়ান এ গল্পগুলো যা একই সাথে সংবেদনশীল ও ভবিষ্যতমুখি।  বিবর্তিত, বীজ, ইথারের মানব-মানবীগণ, জিগোলো, শিকার বা জাঙড়া নামের গল্পের চরিত্রগুলো আমাদেরই চেনা জগতের মানুষ সবাই।

জগৎ বাড়ি, প্রকাশক- চৈতন্য, প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান, দাম-২২০,  স্টল নম্বর ৫৩৫-৩৬।