সাবেক উপসচিব নুরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলার চার্জশিট অনুমোদন

দুদক

সাবেক উপসচিব আবু মো. নুরুল ইসলাম ও তার স্ত্রী দিলরুবা খানমের ৯ কোটি ৮৬ লাখ ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়।

এর আগে এ বিষয়ে ২০১৬ সালের ২৬ এপ্রিল চট্টগ্রামের ডাবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা জানান, ‘সাবেক উপসচিব নুরুল ইসলাম দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন। ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি কোটি টাকা আয় করেছেন। এসব টাকায় গড়া স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক বানিয়েছেন স্ত্রী দিলরুবা খাননমকে। তাই আইনের চোখে দু’জনই অপরাধী।’